এক নজরেঃ-
বাংলাদেশের তিন পার্বত্য জনপদে সর্বপ্রথম টেলিযোগাযোগ সেবা নিয়ে আসে তৎকালীন টি এন্ড টি বর্তমানের বি টি সি এল । সে সময়ের টেলিযোগাযোগের একমাত্র ভরসা টি এন্ড টি এক্সচেঞ্জ সময়ের পরিক্রমায় আধুনিক ডিজিটাল এক্সচেঞ্জে রুপান্তরিত হয় ডিসেম্বর-২০০০ ইং সনে। রাংগামাটি শহরের প্রানকেন্দ্র উত্তর কালিন্দিপুরে বিটিসিএল ভবন অবস্থিত। রাংগামাটি এক্সচেঞ্জের ধারন ক্ষমতা ৩০৬২ । বেতবুনিয়া, রাংগামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ইউনিট নিয়ে রাংগামাটি টেলিকম ডিভিশন গঠিত। রাংগামাটির ৭টি উপজেলায় কাউখালী, কাপ্তাই, রাজস্থলী, নানিয়ার চর, বিলাইছড়ি, বাঘাইছড়ি ও লংগাদুতে ২৫০ লাইনের আধুনিক ডিজিটাল এক্সচেঞ্জ স্থাপন হয়েছে। রাংগামাটি জেলাসদর ও উপজেলা সমূহ হতে গ্রাহকগন দেশে বিদেশে সহজেই কথা বলতে পারছেন। তাছাড়া জেলা উপজেলার সরকারী/আধা সরকারী দপ্তরে ইনফো সরকারের ব্রডব্যন্ড ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়েছে।
বর্তমানে তিন পার্বত্য জেলায় জিপন ইন্টারনেট সংযোগ দেয়া হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস